হৃদরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক সহকারী অধ্যাপক ও বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিএসসিআর–এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. জামাল আহমেদ রবিবার (১৪ এপ্রিল) রাত ৩টা ১৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। ডা. জামাল আহমেদের প্রথম নামাজে জানাজা গতকাল বাদে জোহর চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে। নামাজে ইমামতি করেন অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দীন তালুকদার। দ্বিতীয় নামাজে জানাজা আজ সকাল দশটায় টেকনাফের হ্নীলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
অধ্যাপক ডা. জামাল আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। গতকাল সোমবার শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে আবদুস সালাম বলেন, অধ্যাপক ডা. জামাল আহমেদ ছিলেন ছিলেন হৃদরোগ চিকিৎসার একজন দক্ষ ও নির্ভরশীল। তিনি অল্প সময়েই দেশের হৃদরোগ চিকিৎসায় নির্ভরতার প্রতীক হয়েছিলেন। তার এই মৃত্যুতে জাতির অপরিসীম ক্ষতি হয়ে গেল। প্রেস বিজ্ঞপ্তি।