সালাত আদায় করবো সবাই দেখেই নতুন শশী।
প্রতিবেশী বন্ধু স্বজন এক কাতারে বসি।
আগের যতো মান অভিমান ভূলবে ক্ষণে ক্ষণে
হিংসা বিদ্বেষ, হানাহানি থাকবে না আর মনে।
পাড়ার সবাই মিলবে সাথে, এক কাতারে —
দু হাততুলে মোনাজাতে খোদার দরবারে।
জাত ভেদাভেদ ভুলে গিয়ে মিলবে হাতে হাত,
সেমাই পোলাও খাবে সবাই সকাল বিকেল রাত।
ভাগকরে হোক ইদের খুশি, খুশির মহান ঈদ
ধনী গরীব সবাই মিলে গাইবে নতুন গীত।