আমাদের আলোকিত সমাজ কেন্দ্রীয় কমিটির এক কর্মী সভা জিইসিস্থ জিইসি প্যালেস মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ আর কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলামিস্ট ও রাজনীতিক ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অকিথি ছিলেন, সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল, আমাদের আলোকিত সমাজের ভাইস চেয়ারম্যান মিটুল দাসগুপ্ত, হাজ্বী ইব্রাহিম, অধ্যাপক নাজিমউদ্দীন, ডক্টর এস আই আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন নন্দী দাসগুপ্ত, সাইফুল ইসলাম, মাইনউদ্দিন হিমেল, ইশতিয়াক চৌধুরী, মোহাইমিনুল, জালাল উদ্দীন রুমি, সদস্য ইফতেখার হোসেন রনি। আফাজ উদ্দিন আসিফের সঞ্চালনায় ছিলেন মেহেরুন নিপা, ইমরান মাহমুদ রনি, নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, হাসিবুল হাসান রিপন, নাসির উদ্দিন, জাহেদুল ইসলাম মিঠু, রায়হান প্রমুখ। প্রধান অতিথি ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, মানুষ বয়সে নয়, বাঁচে তার কর্মে। ভাল কর্মের জন্য ভাল কর্মী প্রয়োজন। আজ সবাই নেতা, কর্মী কেউ হতে চায় না। কাউকে কর্মী পরিচয় দিলে সে অপমান মনে করে। অথচ ভাল কর্মী হতে ভাল নেতার জন্ম হয়। প্রেস বিজ্ঞপ্তি।