প্রথিতযশা আলেমেদ্বীন শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন– লাইলাতুল কদরসহ আরও বহুমাত্রিক অনন্য বৈশিষ্ট্যমন্ডিত এ পবিত্র রমজান মাস সন্দেহাতীতভাবে অন্য সব মাসের চেয়ে অপেক্ষাকৃত শ্রেষ্ঠ। এ মাসে মানব জীবনের সার্বিক মুক্তির একমাত্র গাইড পবিত্র আল কোরআন অবতীর্ণ হয়। উপরন্তু হাজার মাসের চেয়েও অধিকতর উত্তম রজনী পবিত্র শবে কদর এ মহান মাসের অনন্য বৈশিষ্ট্য। তাই এ মহিমান্বিত মাসের কদরদানি এবং তাকওয়া তথা খোদাভীতি অর্জন করার আবশ্যজীয়তা কোনভাবেই উপেক্ষিত হবার নয়।
গত শনিবার পবিত্র লাইলাতুল কদরের তাৎপর্য আলোচনা করতে গিয়ে অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর উপরোক্ত কথা বলেন। উল্লেখ্য, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকাস্থ কেন্দ্রীয় জামে মসজিদে পরিলক্ষিত হয় ধর্মানুরাগী মানুষের উপচে পড়া ভিড়। যেখানে পবিত্র লাইলাতুল কদর উদযাপনে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানের কান্না বিজড়িত কন্ঠে আল্লাহ –আল্লাহ ধ্বনীতে আকাশ– বাতাস প্রকম্পিত হয়ে উঠে। কেবল মসজিদ নয়, আশপাশস্থ এলাকায় যেন এক জান্নাতি আবহ বিরাজমান ছিল। পরিশেষে দেশ, জাতির সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।