মোবাইল ব্যাংকিংয়ে জামানত জমা দিতে পারবেন প্রার্থীরা

উপজেলা নির্বাচন

| রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ১০:৪০ পূর্বাহ্ণ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীরা তাদের জামানত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। এছাড়া ব্যাংকের কার্ড থেকেও জমা দিতে পারবেন। ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা প্রার্থীদের অবহিত করতে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন। নির্দেশনা অনুযায়ী, এই নির্বাচন অনলাইনে মনোনয়নপত্র দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এক্ষেত্রে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের শেষভাগে প্রার্থীকে জামানত প্রদান নিশ্চিত করতে হবে। এতে পেমেন্ট গেটওয়ে সিস্টেম সিলেক্ট করে পছন্দসই প্রচলিত কার্যকর পদ্ধতি হিসেবে মোবাইল ব্যাংকিং, ক্রেডিট/ডেবিট কার্ড, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে জামানত দেওয়া যাবে। খবর বাংলানিউজের।

সম্প্রতি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজা টাকার করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে চার ধাপের স্থানীয় সরকারের এই নির্বাচনের সময়ও ঘোষণা করেছে সংস্থাটি, যার মধ্যে দুটি ধাপের পূর্ণাঙ্গ তফসিলও দিয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম এ বিষয়ে বলেন, অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বলতে পুরোটাই অনলাইনেই দাখিল করতে হবে। জামানতের টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে পারবেন। কাজেই সম্পূর্ণ সিস্টেমটাই অনলাইনে হবে।

পূর্ববর্তী নিবন্ধআধ্যাত্মিকতায় মানুষের কল্যাণ করেছেন আল্লামা আমিন হাশেমী (রহ:)
পরবর্তী নিবন্ধসমপ্রীতির ভিত্তিতে ঐক্য দরকার : মেয়র