দুই বছরের শিশু চুরি করে বিক্রির চেষ্টা

পরে ব্যর্থ হয়ে একলাখ টাকা মুক্তিপণ দাবি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ এপ্রিল, ২০২৪ at ৫:৫৮ পূর্বাহ্ণ

নগরীর বন্দরের মাইলের মাথা এলাকায় দুই বছরের শিশু চুরির ঘটনায় মো. হেলাল প্রকাশ জামাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ভিকটিম শিশুকেও। আসামি মো. হেলাল প্রকাশ জামাল ভোলা জেলা সদরের চর চটকিমারা এলাকার বাসিন্দা। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে বন্দরের নিমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক কিশোর মজুমদার আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ৪ এপ্রিল দুই বছরের ওই শিশু চুরি হয়। ভিকটিম শিশুকে বিক্রির পরিকল্পনা ছিল আসামি হেলাল ও তার সহযোগী ইব্রাহীমের। নানা কারণে তা সম্ভব হচ্ছিল না বলে মুক্তিপণ আদায়ের পরিকল্পনা করেন তারা। পরিকল্পনা অনুযায়ী শিশুর মা বিলকিসকে ফোন করে এক লাখ টাকা চাওয়া হয়। এরমধ্যে আমাদের টিম প্রযুক্তির সাহায্যে শনাক্ত করে প্রথমে সহযোগী ইব্রাহীমকে গ্রেপ্তার করে। পরে শিশুটিকে উদ্ধার ও মূল আসামি হেলালকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার ইব্রাহীম ও হেলালের বিরুদ্ধে প্রয়োজানীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা কিশোর মজুমদার।

থানা পুলিশ জানায়, দুই বছরের ভিকটিম শিশুসহ তিন সন্তানকে বাসায় রেখে তাদের মা কর্মস্থল পোশাক কারখানায় যান। এরমধ্যে হেলাল এসে ভিকটিম শিশুকে কৌশলে চুরি করে করে নিয়ে যায়। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও না পেয়ে শিশুর মা বন্দর থানায় নারী ও শিশু আইনে একটি মামলা করেন। শিশুর পিতা ভোলায় অটোরিকশা চালান। আসামি হেলাল তারই বন্ধু বলেও জানায় থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঅসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে লেগুনা চাপায় নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধরাউজানে মসজিদের ভিতর দুই পক্ষে মারামারি