কিশোরগঞ্জ থেকে চট্টগ্রামগামী চলন্ত ট্রেনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলমের ব্যাগ চুরির ঘটনা ঘটেছে। এ ব্যাপারে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম রেলওয়ে থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার রাতে কিশোরগঞ্জ ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।
মোহাম্মদ শাহআলম জানান, কিশোরগঞ্জ স্টেশন থেকে রাত ১২টা ২০ মিনিটে বিজয় এক্সপ্রেস ট্রেন চট্টগ্রামের উদ্দেশে রওনা করে। তিনি ট্রেনের সিঙ্গেল কেবিনের যাত্রী ছিলেন। কেবিনের দরজা ভেজানো ছিল। তবে লক করা ছিল না। ভোররাত পৌনে ৪টার দিকে তিনি ঘুম থেকে জেগে দেখেন, তার কাঁধের ব্যাগটি নেই। শাহ আমানত এন্টারপ্রাইজ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের কেবিন এটেনডেন্টসহ কর্মচারীদের তিনি বিষয়টি জানান। তারা খোঁজাখুঁজি করে ব্যাগটি আর পাননি। ওই ব্যাগে শাহআলমের জাতীয় পরিচয়পত্র, মুক্তিযোদ্ধা সনদ, নগদ ৩০ হাজার টাকাসহ আরও বিভিন্ন কাগজপত্র ছিল বলে তিনি জানান। শনিবার সকালে চট্টগ্রামে পৌঁছে শাহআলম এ বিষয়ে রেলওয়ে থানায় অভিযোগ করেন।
এ বিষয়ে চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহআলমের অভিযোগ আমরা নিয়েছি। চলন্ত ট্রেনে তিনি দরজা ভেতর থেকে লক না করে ঘুমাচ্ছিলেন। সম্ভবত জানালাও খোলা ছিল। এ ফাঁকে কেউ সেটি নিয়ে যেতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।