নগরীর দক্ষিণ কাট্টলী সর্বজনীন মহাতীর্থ বারুণী স্নান উদ্যাপন পরিষদের উদ্যোগে আগামীকাল শনিবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দক্ষিণ কাট্টলী রাণী রাসমণি ঘাটে ঐতিহ্যবাহী মহাতীর্থ বারুণী স্নান উৎসব দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যদিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে–গঙ্গা পূজা, বৈষ্ণব সেবা, ঋষি সমাবেশ, গীতাপাঠ, ধর্মসম্মেলন, মহাপ্রসাদ আস্বাদন। অনুষ্ঠানের ১ম পর্বে উদ্বোধক থাকবেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। প্রধান অতিথি থাকবেন চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চসিক প্যানেল মেয়র মো. আব্দুস সবুর লিটন। ২য় পর্বে উদ্বোধক থাকবেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়। প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য মো. মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি থাকবেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য পরিষদের সভাপতি অলক নাথ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুকান্ত ধর অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।












