চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেফতার

| বৃহস্পতিবার , ৪ এপ্রিল, ২০২৪ at ৩:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামীতে ডাকাতির প্রস্তুতির সময় কিশোরগ্যাং মামা গ্রুপের প্রধান মো. সিফাত হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করেছ র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার দুপুরের দিকে র‌্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার দৈনিক আজাদীকে এ তথ্য জানান।

তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন নাসিরাবাদ শিল্প এলাকায় ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপছুরি এবং দুটি স্টিলের ক্ষুর জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদেরকে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানের ৩ উপজেলায় সব ব্যাংকের কার্যক্রম বন্ধ
পরবর্তী নিবন্ধরাউজানে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃ’ত্যু