হাটহাজারীতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। গত মঙ্গলবার শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভা স্বাস্থ্য কমপ্লেঙ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ‘সচেতনতা– স্বীকৃতি–মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’।
অটিজম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা। দিবসেরর প্রতিপাদ্য বিষয় উপর আলোকপাত বক্তব্য রাখেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, আবাসিক মেডিকেল অফিসার, এমওডিসি, মেডিকেল অফিসারবৃন্দ ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।