রাউজানের হাফেজ বজলুর রহমান সড়কে গত মঙ্গলবার টেঙির সাথে মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে আহত ইমাম হাফেজ মাওলানা আলী হোসেন (৪২) গতকাল বুধবার সকালে মারা গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রাউজান পৌরসভার হাজীপাড়া এলাকায় টেঙি–মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয়েছিলেন হাফেজ মাওলানা সৈয়দুল হক। দুই ইমাম মোটরসাইকেলে ছিলেন। গতকাল মারা যাওয়া ইমাম আলী হোসেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের শেখের খীল গ্রামের মৃত বজল আহমেদের ছেলে।
উল্লেখ্য যে, গত সোমবার রাতে তারাবির নামাজ শেষে মোটরসাইকেল যোগে দুই ইমাম তাদের বাঁশখালী বাড়িতে ইফতার সামগ্রী নিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে রাউজানের কর্মস্থলে ফেরার পথে তারা এই দুর্ঘটনায় পড়ে মারা যায়।