চট্টগ্রামে এ্যাবের প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিল

| বুধবার , ৩ এপ্রিল, ২০২৪ at ১১:০৩ পূর্বাহ্ণ

এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্সের (এ্যাব) কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেছেন, ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসন ও বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে রেখেছে সরকার। প্রতিটি ক্ষেত্রে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি গতকাল মঙ্গলবার বিকালে নগরীর জিইসি মোড়স্থ ইফকো জামান হোটেলে এ্যাব চট্টগ্রামের উদ্যোগে প্রকৌশলী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ্যাব চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম মোহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও ইঞ্জি. প্রিয়ম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এ্যাব কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।

এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এ্যাব সহসভাপতি ইঞ্জিনিয়ার তানভিরুল হাসান তমাল, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান চুন্নু, ইঞ্জিনিয়ার মাহবুব আলম, ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, ইঞ্জিনিয়ার আমিনুর রহমান সুমন প্রমুখ। উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, কাজী সালাউদ্দিন, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মন্‌জুর উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় ড্যাবের সহসাংগঠনিক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্তরিকতার সাথে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব
পরবর্তী নিবন্ধমেজর খালেদকে স্মরণ