লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে বায়তুশ শরফ সড়কের থমথমিয়া খালেরে উপর ১ কোটি ৫ লাখ টাকা ব্যয়ে সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন চট্টগ্রাম–১৫ আসনের সাংসদ এম এ মোতালেব।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতি–ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।
আসুন আমরা সবাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করি। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন লায়েল, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া রোনা, পদুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানজির জিহান প্রমুখ। এছাড়াও জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।