প্রতারণার মাধ্যমে এক নারীর সাথে বৈবাহিক জীবনযাপন, ব্যবসার জন্য টাকা ধার নিয়ে ফেরত না দেওয়া ও টাকা ফেরত চাইলে মারধর করে পেটের সন্তান নষ্ট করার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে আদালতে মামলা করেছে এক নারী।
ভিকটিম নারী হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী এলাকার শারমিন। অভিযুক্ত হলেন, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার মো. শাহীন। গতকাল সোমবার চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিছা খানমের আদালতে শারমিন মামলাটি দায়ের করেন। শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। বাদীর আইনজীবী আসাদুজ্জামান খান আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, এক প্রতিবেশীর মাধ্যমে মো. শাহীনের সাথে পরিচয় শারমিনের। গত বছরের অক্টোবরে তাদের প্রেমের সম্পর্ক কাজী অফিস পর্যন্ত গড়ায়। সেখানে কোনো সাক্ষী, আকদ ছাড়াই বিয়ে সম্পন্ন হয়েছে এমনটা শারমিনকে জানায় মো. শাহিন। কোনো কাবিন ছিল না। সরল বিশ্বাসে শারমিন কঙবাজারে একটি হোটেলে অবস্থান করেন। শুরু করেন সংসার জীবন। এরমধ্যে ব্যবসার জন্য শারমিনের কাছ থেকে ২ লাখ টাকা ধার করেন শাহিন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ব্যবসার কোনো অগ্রগতি না দেখে টাকা ফেরত চাইলে শারমিনকে মারধর করা হয়। এতে শারমিনের পেটে থাকা সন্তান নষ্ট হয়।