শিল্পপতি মোহাম্মদ আছালত মিয়ার ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বাদ আসর হোটেল আগ্রাবাদের ইছামতি হলে অনুষ্ঠিত হয়। একই সাথে হোটেল আগ্রাবাদে ইছামতি হলে, ঢাকাস্থ ডেইস হোটেলে এবং জয়পাড়া তার নিজস্ব মাজারে মেয়াদ মাহফিল এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করা হয়।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, মরহুম মোহাম্মদ আছালত মিয়া ছিলেন একজন দূরদর্শী উদ্যোক্তা। তাঁর সুদূরপ্রসারী চিন্তার ফলে আজকে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। স্মরণ সভায় আছালাত মিয়ার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয় এবং বিভিন্ন সেক্টরে তাঁর সাফল্যের কথা আলোচনা করা হয়।
ব্যবসায়িক চিন্তাভাবনা বাইরেও তিনি ছিলেন উদার মানসিকতার একজন সফল মানুষ। সমাজের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান অনস্বীকার্য। তাঁর গুনগ্রাহী, আত্মীয়–স্বজন মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পাঠ করেন। সবশেষে পরিবারের পক্ষ থেকে তাবারুক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।