আবার জয়ের ধারায় ফিরল ব্রাদার্স

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১ এপ্রিল, ২০২৪ at ১১:০৮ পূর্বাহ্ণ

টানা চার ম্যাচে জয়ের পর আগের ম্যাচে প্রথম হারের স্বাদ নেয় রাইজিং স্টার ক্লাবের বিপক্ষে। তবে সে হারের ধকল কাটিয়ে আবার জয়ের ধারায় ফিরেছে ব্রাদার্স ইউনিয়ন। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগ্রাবাদ নওজোয়ানকে ৩৫ রানে পরাজিত করে আবার জয়ের ধারায় ফিরে ব্রাদার্স। যদিও লিগে এখনো অপরাজিত আবাহনী এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

টসে হেরে ব্যাট করতে নামা ব্রাদার্স ইউনিয়ন শুরুটা ভাল করতে পারেনি। দুই ওপেনার বিচ্ছিন্ন হন ২২ রানে। ৯ রান করে ফিরেন নাকিব। দ্বিতীয় উইকেটে বাপ্পা এবং শিশির মিলে যোগ করেন ৩২ রান। ১৬ বলে ২৭ রান করে ফিরেন বাপ্পা। তৃতীয় উইকেটে রাকিবুল হাসানের সাথে ১৭ রান যোগ করে ফিরেন ২২ রান করা শিশির। ৭১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া ব্রাদার্সকে এরপর টানতে শুরু করেন রাকিবুল হাসান। সাবেক এই জাতীয় ক্রিকেটার বলতে গেলে একাই টেনে নিয়ে গেছেন দলকে দারুণ এক সেঞ্চুরি করে। কাজি কামরুলকে নিয়ে চতুর্থ উইকেটে ১০২ রান যোগ করলেও তাতে কামরুলের অবদান মাত্র ৩৫। যদিও রাকিবুলকে শেষ পর্যন্ত আউটই করতে পারেনি নওজোয়ানের বোলাররা। ১০৮ বলে ১২টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১৩৮ রানের অসাধারন এক ইনিংস খেলে ব্রাদার্সেও স্কোরকে ২৬৯ রানে নিয়ে যান রাকিবুল। শেষ দিকে অমিত মজুমদার ১০ এবং মামুন করেন ১৪ রান। আগ্রাবাদ নওজোয়ানের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন ইকবাল, মাজহারুল, রকিব এবং রবিউল। ২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রানে প্রথম উইকেট হারায় আগ্রাবাদ নওজোয়ান। ৪ রান করে ফিরেন আবদুল্লাহ ওমর। দ্বিতীয় উইকেটে অবশ্য ভালই প্রতিরোধ গড়ে তুলেছিলেন নাজিম উদ্দিন সাব্বির এবং রবিউল ইসলাম। দুজন মিলে যোগ করেন ৫৭ রান। ৪৯ বলে ৩২ রান করে ফিরেন সাব্বির। এরপর রবিউলের সাথে যোগ দেন মিনহাজ উদ্দিন। তৃতীয় উইকেটে এদুজন যোগ করেন ৩৬ রান। ৫৫ বলে ৩৮ রান করা রবিউলকে ফিরিয়ে এজুটি ভাঙ্গেন কাজি কামরুল। এরপর হঠাৎ করে ধস নামে নওজোয়ানের ব্যাটিংয়ে। ১১৫ রানের মাথায় ফিরেন হামজা মাহমুদ। ১৪০ রানের মাথায় পরপর দুই ওভারে ফিরেন যথাক্রমে মিনহাজ উদ্দিন এবং রাকিব। মিনহাজ ৩৬ এবং রাকিব করেন ১৫ রান। মূলত তখনই ম্যাচ থেকে ছিটকে পড়ে নওজোয়ান। রকিব উদ্দিন এবং মিনহাজ সাকিব মিলে যোগ করেছিলেন ২৮ রান। ১৫ রান করা রকিবকে ফিরিয়ে এজুটি ভাঙেন নাকিব। দলকে ২০০ রান পার করে দিয়ে ফিরেন মিনহাজ সাকিব। তার ব্যাট থেকে আসে ২৭ বলে ৩৩ রান। শেষ পর্যন্ত ২৩৪ রানে অল আউট হয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব। শেষ দিকে মাজহারুল ইসলাম করেন ১৭ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ৪৫ রানে ৪টি উইকেট নেয় কাজি কামরুল ইসলাম। ২টি উইকেট নিয়েছেন আরমান হোসাইন। আজকের খেলা : ইস্পাহানী স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি সিরিজের শুরুতেও উড়ে গেল বাংলার নারীরা
পরবর্তী নিবন্ধ‘টেস্ট কেইস’ হিসেবে আঞ্চলিক ক্রিকেট সংস্থাগুলোকে ২০ লাখ টাকা দেবে বিসিবি