বাড়ছে
দুর্ভোগ বাড়ে দুর্গতি বাড়ে
উদ্বেগ বাড়ে সমানেই
দিনে দিনে বাড়ে পণ্যমূল্য
তাই হাতে টাকা জমা নেই।
ক্ষমা নেই কারো অবিচার হলে
সুবিচার হবে দুনিয়ার
যার সম্মান সে’ই পাবে দেশে
‘সিনিয়ার’ কিবা ‘জুনিয়ার’।
বাড়ে সংশয়– বাড়ে বুকে ভয়
বাড়ছে শিল্পী কবিও
কারো বাড়ে লোভ – কারো বাড়ে ক্ষোভ
বেড়ে চলে বেয়া–দবিও।