চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক ফরিদুল আলম স্বাক্ষরিত এক পত্রে আজ সকালে অনুষ্ঠাতব্য সমিতির সাধারণ সভা স্থগিত করা হয়। এতে বলা হয়, সমাজসেবা অধিদপ্তরের অধীন নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি’ (রেজি. নং সি–৬৯৫/৭৮) এর বর্তমানে কোনো অনুমোদিত কার্যকরী কমিটি নেই। সমাজসেবা অধিদপ্তরের অফিস আদেশ নম্বর ৪১.০১.০০০০.০৪৬.২৭.০২৫.২২.১০০ তারিখ ২৫.০১.২০২৩ মূলে সংস্থার তৎকালীন কমিটিকে সাময়িক বরখাস্তপূর্বক স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ ১৯৬১ এর বিধান মোতাবেক প্রশাসক নিয়োগ করা হয়। কাজেই সংস্থার অননুমোদিত কার্যকরী কমিটির সাধারণ সভা আহ্বানের কোনো বৈধতা নেই। তাছাড়া সংস্থার কার্যক্রম বিষয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নম্বর ১৬১০/২০২৩ চলমান আছে। এমতাবস্থায় আদালতের চূড়ান্ত রায় না পাওয়া পর্যন্ত চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা স্থগিত রাখতে বলা হয়।