নগরে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদের আরেফিন নগর এলাকা থেকে অস্ত্রসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তারা হলেন, রাউজানের নুরুল আমিন বাপ্পু ও সুনামগঞ্জের ছাতক এলাকার মো. জুয়েল মিয়া। গত শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার আজাদীকে বলেন, অস্ত্র দেখিয়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, জমি দখল ও প্রভাব বিস্তার করে আসছিলেন আসামিরা। এছাড়া মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য ক্রয়বিক্রয় ও বহনে নিরাপত্তা নিশ্চিতকল্পে উদ্ধারকৃত অস্ত্র ব্যবহার করে আসছিলেন তারা। গ্রেপ্তার পরবর্তী দুই মাদক কারবারির বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবড়উঠানে কোরআন তেলাওয়াত, হামদ্‌-নাত ও আযান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধস্বাধীনতার শক্তিতে জাতি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়