চিটাগং খুলশী ক্লাবের কাজে বাধা ও সহ সভাপতির ওপর হামলার মামলায় একজন কারাগারে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ

চিটাগং খুলশী ক্লাবের কাজে বাধা, চাঁদাবাজি ও ক্লাবের সহ সভাপতির ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় মোহাম্মদ উল্লাহ আল মামুন নামে এক জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত বৃহস্পতিবার চট্টগ্রাম ৫ম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম নুসরাত জাহান জিনিয়া জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ ফেব্রুয়ারি মারধর এবং হত্যা চেষ্টার অভিযোগ এনে মামুনসহ মোট ৫ জনকে আসামি করে খুলশী ক্লাবের সহসভাপতি মোহাম্মদ রফিক উদ্দিন ভুঁইয়া চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল মামুনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। মো: উল্লাহ আল মামুন (৩৮) নগরীর খুলশী থানার পাহাড়তলী এলাকার লেকভিউ হাউজিং আবাসিক এলাকার আবদুল লতিফ মোল্লার ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, খুলশী থানার ফয়’স লেকে নিজস্ব জায়গায় গড়ে তোলা খুলশী ক্লাবের নির্মাণকাজ করার সময় মামুনসহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, খুলশী ক্লাবের সহ সভাপতি রফিক উদ্দিন ভুঁইয়ার ওপর হামলা চালালে তিনি আহত হন। ওই সময় রফিক উদ্দিন ভূঁইয়ার পকেটে থাকা শ্রমিকদের মজুরির দুই লাখ টাকা তারা ছিনিয়ে নেয়।

এক সপ্তাহের ভেতরে ১০ লাখ টাকা না দিলে ক্লাবের উন্নয়ন কাজ বন্ধ করে দিবে বলে হুমকি দিয়ে বাদীকে তালাবদ্ধ করে চলে যায় আসামি মামুন। পরে ৯৯৯এ ফোন করলে খুলশী থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে রফিক উদ্দিন ভূঁইয়াকে তালাবদ্ধ রুম থেকে উদ্ধার করে। ঘটনার ব্যাপারে মামলা রুজু করার পর আসামি মামুন জামিনের জন্য আদালতে গেলে তাকে কারাগারে পাঠানো হয় বলে চিটাগাং খুলশী ক্লাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলৌকিক শিশু-কিশোর সংস্কৃতি প্রাঙ্গণের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল ও খাবার বিতরণ