কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় এক বন্যহাতির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পাহাড়ে হাতিটির মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটি মারা যায়। হাতিটির আনুমানিক বয়স ৭০ থেকে ৮০ বছর। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার বলেন, ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে তদন্ত করে বলা যাবে মৃত্যুর আসল কারণ। পোস্টমর্টেম করে মৃত হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
টেকনাফের হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য নুরুল হুদা বলেন, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ওই এলাকায় অবস্থান করছিল বলে শুনেছি। অবশেষে হাতির মৃত্যুর খবরে বন বিভাগের লোকজন এসে হাতিটি উদ্ধার করে।