কর্ণফুলীতে ড্রাম ট্রাক চাপায় যুবক আহত

আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি

পটিয়া প্রতিনিধি | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বালু বোঝাই দ্রুতগামী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ত্রিশ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার শিকলবাহা চৌমুহনীস্থ মা ও শিশু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত যুবকের নাম ঠিকানা তাৎক্ষণিক উদ্ধার করা যায়নি। দুর্ঘটনার পর আশঙ্ক্ষাজনক অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পুলিশ পরে ঘটনাস্থল থেকে ট্রাক চালক মো. রাসেলকে (৩০) আটক করে গাড়িসহ থানা হেফাজতে নেয়। রাসেল পটুয়াখালী জেলার বাউফল থানার কনকদিয়া গ্রামের শামীম মেম্বার বাড়ির মো. হারুনুর রশিদের পুত্র।

জানা যায়, বালু বোঝাই ১০ চাকার দ্রুতগামী একটি মাহিন্দ্রা ড্রাম ট্রাক চার চাকার একটি গাড়ি থেকে নামার সময় ওই যুবককে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, ভিকটিমের অবস্থা আশঙ্ক্ষাজনক। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধওমরায় গিয়ে ১১ বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন মা
পরবর্তী নিবন্ধসুশিক্ষিত যুব সমাজই সমাজ পরিবর্তনের হাতিয়ার