ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করা হোক

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার বন্দরনগর বাণিজ্যিক রাজধানী বললেও বটে। এর অধিনে খুলশী থানা, নাসিরাবাদ ২নং গেইট বর্তমানে অনেক ব্যস্ততম ও বেশ গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। ব্যস্ততম হওয়ার ফলে এখানে প্রচুর পরিমাণে বন্দরের যানবাহনসহ বিভিন্ন ডিস্টিকের ছোট বড়ো যানচলাচল করে। অতি আক্ষেপের বিষয় হচ্ছে ওই স্থানে পথচারীদের চলাচলের জন্য সব জায়গা দখল করে নিয়েছে স্থায়ী এবং অস্থায়ী সব দোকান, সিএনজি স্ট্যান্ডসহ আরও অনেক কিছু। পুরো স্থানটি একপ্রকার হযবরল অবস্থা হয়ে থাকে সব সময়। সাধারণ পাবলিক চলাচল করার পরিবেশ নেই বললেও চলে। তার পাশাপাশি পথচারীদের রাস্তা পারাপারের জন্য নেই কোনো জেব্রা ক্রসিং বা পদচারীসেতু। যার ফলে প্রতিনিয়ত কোনো না কোনো দুর্ঘটনা লেগেই আছে। ইতিমধ্যে যানবাহনের ধাক্কায় বেশ কয়েকজন পথচারী মারা গেছেন। দুর্ঘটনা কমানোর জন্য উক্ত স্থানের যানবাহনগুলোর শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাস্তার পাশের অবৈধ সব স্থাপন নিরসন করতে পারলে আশা করা যায় পথচারীরা ঝুঁকিমুক্তভাবে রাস্তা ব্যবহার করতে পারবেন এবং দুর্ঘটনাও কমে আসবে। অতএব এ বিষয়ে প্রশাসনসহ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ আবুল কাশেম বিন করিম

শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণারঞ্জন মিত্র মজুমদার : বাংলা শিশুসাহিত্যে রূপকথার জাদুকর
পরবর্তী নিবন্ধঅস্ট্রেলিয়ায় এক টুকরো বাংলাদেশ