১৪৭২ ইতালীয় চিত্রশিল্পী ফ্রা পাগোলো–র জন্ম।
১৪৮৩ ইতালীয় চিত্রশিল্পী রাফায়েল সানৎসিও–র জন্ম।
১৫৯২ মোরাভীয় সংস্কারক ইয়াহান আমোস কোমেনিয়াস–এর জন্ম।
১৬৪৫ সপ্তম শিখগুরু হরগোবিন্দর মৃত্যু।
১৮০০ আইরিশ পার্লামেন্টে ইংলন্ডের সঙ্গে সংযুক্তির আইন অনুমোদিত হয়।
১৮২২ ঊর্দু ভাষায় প্রথম ভারতীয় সংবাদপত্র সাপ্তাহিক ‘জাম–ই–জাহান জুমা’ প্রকাশিত হয়।
১৮৬২ নোবেল শান্তি পুরস্কারে ভূষিত (১৯২৬) ফরাসি রাষ্ট্রনীতিবিদ আরিস্তিদ ব্রিয়া–এর জন্ম।
১৮৬৮ রুশ সাহিত্যিক মাঙ্ম্ি গোর্কি–র জন্ম।
১৮৫২ অন্ধদের পাঠপদ্ধতির উদ্ভাবক ফরাসি গবেষক লুই ব্রায়ি–র মৃত্যু।
১৮৯২ নোবেলজয়ী শারীরবিদ কর্নেল্লি হিমান্জ–এর জন্ম।
১৮৯৮ শিক্ষাবিদ ও সমাজসংস্কারক স্যার সৈয়দ আহমদের মৃত্যু।
১৯০৭ বিপ্লবী লেখক সত্যেন সেনের জন্ম।
১৯৮২ রসয়ানে নোবেলজয়ী (১৯৪৯) কানাডাজাত মার্কিন বিজ্ঞানী ইউলিয়াম ফ্রাঙ্কোয় গিয়ারুক–এর মৃত্যু।
১৯৩০ কনস্টানটিনোপলের নাম ইস্তাম্বুল ও অ্যাঙ্গোরার নাম আংকারা করা হয়।
১৯৩৯ স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে।
১৯৪১ নেতাজী সুভাষচন্দ্র বসু কলকাতা থেকে গোপনে বার্লিন পৌঁছান।
১৯৪১ ইংরেজ মহিলা ঔপন্যাসিক ও সমালোচক ভার্জিনিয়া উল্ফ্–এর মৃত্যু।
১৯৪২ কলকাতায় ফ্যাসিবিরোধী লেখক ও শিল্পী সংঘ প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ রাসবিহারী বসু জাপানের টোকিওতে ভারত স্বাধীন করার আহ্বান জানিয়ে ভাষণ দেন।
১৯৪২ স্পেনীয় কবি মিতোল এনান্ডেথ–এর মৃত্যু।
১৯৪৩ রুশ সংগীতস্রষ্টা সের্গেই রাহমানিভ–এর মৃত্যু।
১৯৪৪ কানাডীয় হাস্যরসস্রষ্টা লেখক ও অর্থনীতিবিদ স্টিফেন লিকক–এর মৃত্যু।
১৯৫৭ মার্কিন ঔপন্যাসিক ও নাট্যকার ক্রিস্টোফার মার্লি–র মৃত্যু।
১৯৭৫ বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।
১৯৮২ নোবেলজয়ী (১৯৪৯) মার্কিন রসায়নবিদ ফ্রান্সিস জিয়ক–এর মৃত্যু।
১৯৮৫ রুশ চিত্রশিল্পী মার্ক শাগাল–এর মৃত্যু।
২০০২ লোকসংস্কৃতি সংগ্রাহক ও গবেষক তোফায়েল আহমদের মৃত্যু।