নগরীর চান্দগাঁওয়ে চাঞ্চল্যকর রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলার অন্যতম আসামি মো. সাইফুলকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত সাইফুল চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার মৃত শামসুর ছেলে।
গত ২৪ মার্চ (রবিবার) বিকাল পৌনে ৫টায় র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে স্বাধীনতা টাওয়ার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ রিয়াদ (২৬) নামে রেস্টুরেন্ট কর্মচারী খুন হন। গত ১৩ মার্চ মধ্যরাতে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামক স্থানীয় এক যুবকের কথা কাটাকাটি হয়। ঘটনার জের ধরে বাবুলের অনুসারীরা সন্ত্রাসী সাইফুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র–সস্ত্রে সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করে। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক ৮ জন কর্মচারী গুরুতর আহত হয়। ঐসময় চান্দগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে এবং ঘটনার সাথে জড়িত ২ জন আসামিকে আটক করে। আহতদের মধ্যে রিয়াদ নামের রেস্টুরেন্ট কর্মচারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ মার্চ মারা যায়। নিহত রিয়াদ রিভারভিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপক পদে র্কমরত ছিল। উপর্যপুরি ছুরিকাঘাতে অধিক রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। উক্ত ঘটনায় রেস্টুরেন্ট মালিক মোহাম্মদ ইকবাল বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।
র্যাব–৭ চট্টগ্রাম থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা হত্যা মামালার পলাতক আসামি ও মূল মদদদাতা এবং হামিরচর এলাকার গডফাদার মোঃ সাইফুলের অবস্থান শনাক্ত করে। এরপর রবিবার বিকাল পৌনে ৫টায় চাঁন্দগাও থানাধীন স্বাধীনতা টাওয়ার এলাকায় থেকে সন্ত্রাসী সাইফুলকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি মোঃ সাইফুল চাঁন্দগাও থানাধীন হামিদচর এলাকার মৃত শামসুর পুত্র।