চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট এলাকায় নরমাল জুতায় নামি দামি ব্র্যান্ডের নকল লগো লাগিয়ে বিক্রির অভিযোগে এক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৫ মার্চ) নগরীর নিউ মার্কেট এলাকায় রিয়াজউদ্দিন বাজারের নুপুর মার্কেটে এপেক্স ব্র্যান্ডের লোগো নকল করে বিভিন্ন নামে স্যান্ডেল তৈরি এবং বিক্রয় করায় একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, উক্ত প্রতিষ্ঠানে অবৈধভাবে দেশের নামি দামি ব্র্যান্ডের জুতা নকল করে এডেক্স, এপেক্স, এপোএক্স ইত্যাদি নামক জুতা উৎপাদন এবং বিক্রয় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান এবং রানা দেবনাথ বলেন, নামি ব্র্যান্ডের লোগো হুবহু নকল করে অনুমোদনহীন এসব পণ্য বাজারজাত করায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এই সময় ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি এ ধরনের নকল পণ্যের বিরুদ্ধে আরো জোরালো অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তা অধিকারের এই কর্মকর্তারা।