রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দুটি বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ মার্চ, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাহাব্দিনগর মালাকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। এতে তাদের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, স্থানীয় অশ্বিনী মহাজনের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তাদের ৬০৫০ ফুট পরিমাপের দ্বিতল বিশিষ্ট কাঁচা বসতঘর পুড়ে যায়। যেখানে পরিবার নিয়ে থাকতো অশ্বিনী মহাজনের তিন পুত্র সন্তোষ মহাজন, আশুতোষ মহাজন এবং প্রিয়তোষ মহাজন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

পূর্ববর্তী নিবন্ধসমকালের দর্পণ
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা প্রদান