‘করবো বন সংরক্ষণ, সুস্থ থাকবো সারাক্ষণ’– প্রতিপাদ্যে কক্সবাজারের পেকুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে বিশ্ব বন দিবস। পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটসের যৌথ উদ্যোগে উপজেলার টৈটং ইউনিয়নের বনকানন মাঠে মানববন্ধন, পথসভা ও বন রক্ষায় শপথ বাক্য পাঠের কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন– চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক। বক্তব্য রাখেন বনকানন এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসা সুপারিনটেনডেন্ট ইবনে আদম জাহান, পরিবেশকর্মী সাংবাদিক জালাল উদ্দিন ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস টিম লিডার সাদেকুর রহমান। বক্তারা বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পায়ন, কৃষিভূমি সমপ্রসারণ, আবাসনসহ নানা কারণে সংকুচিত হচ্ছে বনাঞ্চল। ফলে দেশের বন ও বন্যপ্রাণী আজ হুমকির সম্মুখীন। এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে উন্নয়ন প্রকল্পের নামে পাহাড় কাটাসহ বনাঞ্চল উজাড় বন্ধ করে বন সংরক্ষণে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন পরিবেশবাদীরা। মানববন্ধনে আগত কয়েক শত নারী পুরুষ বন রক্ষার শপথ গ্রহণ করেন। এ সময় নারী ইউপি সদস্য আয়েশা খাতুন, পরিবেশকর্মী নুরুন্নাহার নূরী, শারমিন সুলতানা, এশায়াতুল উলুম দাখিল মাদ্রাসার শিক্ষক সাইফুল আজমসহ বিভিন্ন শ্রেণী পেশার নারী–পুরুষ শিক্ষক শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।












