কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম– ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে স্বাস্থ্যবান শিশু প্রতিযোগিতা চট্টগ্রামের বাকলিয়াস্থ সিলভার প্যালেস কনভেনশন হলে এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিওর সভাপতিত্বে গতকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী শিকদার। অনুষ্ঠানে প্রায় ৪০০০ শিশুর গত ছয় মাসের জিএমপি (গ্রোথ মনিটরিং এন্ড প্রমোশন) বিশ্লেষণ করে এলাকাভিত্তিক মোট ৩৩ জন স্বাস্থ্যবান শিশুকে পুরসৃ্কত ও ৪০০০ শিশুর সবাইকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়েছে। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ মহতী উদ্যোগকে স্বাগত জানান ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, শিশুর ভালো আচরণকে উৎসাহিত করতে তাকে পুরস্কার দিন। তাকে অনুপ্রেরণা দিন। তাহলে সেই শিশু আরও ভালো কিছু করতে উৎসাহিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।