এম এ মোতালেব এমপির ইফতার বিতরণ

| শুক্রবার , ২২ মার্চ, ২০২৪ at ৫:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম১৫ আসনের সংসদ সদস্য এম এ মোতালেবের ব্যক্তিগত অর্থায়নে ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। সাতকানিয়ালোহাগাড়ার ২৬ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় এই বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

২য় রমজান হতে শুরু করে গতকাল পর্যন্ত দুই উপজেলার প্রায় দশ হাজার পরিবারকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সারোয়ারামোতালেব ট্রাস্ট। বিভিন্ন ইউনিয়নে বিতরণকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এড. প্রদীপ কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান মোজাম্মেল হক, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান জসিম উদ্দিন, চেয়ারম্যান নাজিম উদ্দীন, চেয়ারম্যান জয়নাল আবেদীন, চেয়ারম্যান হারুনুর রশিদ, চেয়ারম্যান রিদোয়ানুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, সাধারণ সম্পাদক একেএম আসাদ, মোহাম্মদ সুমন, নবাব মিয়া রকিব, মোহাম্মদ শাহাবুদ্দিন, তৌহিদুল হাসান, ইমরান হোসেন রকি, নুর হোসেন, মোহাম্মদ আলী, তানজির জিহান, রিজভী শাহরিয়ার, মোহাম্মদ আইয়াজ, মোহাম্মদ এমরান, সাখাওয়াত হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচবি নবনিযুক্ত উপাচার্যের সাথে ফ্রান্সের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধআত্মসমালোচনা নিজের আত্মাকে সংশোধন ও পরিশুদ্ধ করে