ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে মদ নীতি কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টটরেট (ইডি)। স্বাধীন ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হয়েছেন। তবে তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। খবর বিডিনিউজের।
এনডিটিভি জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে কেজরিওয়ালের বাড়িতে যাওয়ার পর তাকে গ্রেপ্তার করে ইডি। তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়েই কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করে ইডির ১২ কর্মকর্তার দল। সেখানে অর্থ পাচার প্রতিরোধ আইনে তাকে জিজ্ঞাসাবাদও করেন ইডির কর্মকর্তারা।
কেজরিওয়ালের বাসভবনের সামনে মোতায়েন করা হয়েছিল পুলিশ। বাড়িতে ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন। এর পরেই রাত ৯টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়।
আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির (আপ) প্রধান কেজরিওয়ালকে ৯ বার সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ তার বাড়িতে যায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টটরেট (ইডি)। সরকারি বাসভবন থেকে কেজরিওয়ালকে নেওয়া হয় ইডি’র কার্যালয়ে।