৪৬ বছর আগে ছাত্র ছিলাম, আজ ভিসি হয়ে দায়িত্ব নিয়েছি

দায়িত্ব গ্রহণের পর মতবিনিময় সভায় চবির নতুন উপাচার্য

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:২২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের সাময়িকভাবে উপাচার্য পদে যোগদান করেছেন। গতকাল বুধবার সকালে উপাচার্য পদে যোগদান করেন তিনি। এসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জাতীয় অধ্যাপক প্রফেসর এমিরেটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, বিদায়ী উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, চবি উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেণু কুমার দে ও উপউপাচার্য (প্রশাসনিক) . মোহাম্মদ সেকান্দর চৌধুরী উপস্থিত ছিলেন।

যোগদান শেষে চবির নবনিযুক্ত উপাচার্য প্রশাসনের সকলকে নিয়ে চবি বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় ও সংবর্ধনা সভা। সংবর্ধনা সভা শেষে নতুন উপাচার্য সকলকে সাথে নিয়ে চবি স্বাধীনতা স্মৃতি ম্যুরাল, শহীদ মিনার, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও স্মরণ চত্বরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

মতবিনিময় সভায় নবনিযুক্ত চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আবু তাহের সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান চর্চা, জ্ঞান সৃজন ও জ্ঞান বিতরণের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণাবান্ধব একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে সকলকে সর্বোচ্চ সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

উপাচার্য আরও বলেন, ৪৬ বছর আগে এ বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র হিসেবে এসেছি, আজ উপাচার্যের দায়িত্ব নিয়েছি। রাষ্ট্র আমাকে যে দায়িত্ব দিয়েছে এ বিশ্ববিদ্যালয়ের একজন এলামনাই হিসেবে আমি তা যথাযথভাবে পালন করে যাব।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, জাতীয় অধ্যাপক প্রফেসর এমিরেটাস ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন, উপ উপাচার্যদ্বয়, চবি সিনেট সদস্য প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আবদুল হক, ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি প্রফেসর আবু মুহাম্মদ আতিকুর রহমান, চবি অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার জাবেদ, চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প ও খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
পরবর্তী নিবন্ধমাতারবাড়িসহ চার প্রকল্পে ব্যয় হবে ১০৩৯ কোটি টাকা