মুশফিকের বদলে টেস্ট স্কোয়াডে তাওহিদ হৃদয়

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। তার বদলে স্কোয়াডে ঢুকানো হয়েছে তাওহীদ হৃদয়কে। গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাওহীদ হৃদয়। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পেসার তাসকিন আহমেদের বল ধরতে গিয়ে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান মুশফিক। পরে ম্যাজিক স্প্রে মেরে ও হাতে টেপ পেঁচিয়ে কিপিং করেন। পরে ব্যাট হাতে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কিন্তু পরে জানা যায় আঙুলের ইনজুরির কারণে তার শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে খেলা হচ্ছে না।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে সব্যসাচী
পরবর্তী নিবন্ধকোয়ালিটি এবার হারালো বার্ডস স্পোর্টিংকে