কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে টানা তিন জয় পেয়েছে কোয়ালিটি স্পোর্টস। গতকাল বুধবার সাগরিকার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় কোয়ালিটি স্পোর্টস ৬ উইকেটে পরাজিত করে বার্ডস স্পোর্টিং ক্লাবকে। আগের দুটি খেলায় তারা নিমতলা লায়ন্স ক্লাব এবং সিটি কর্পোরেশন গ্রীনকে পরাজিত করেছিল। বার্ডস স্পোর্টিং ক্লাব তাদের তিন খেলার তিনটিতেই পরাস্ত হয়েছে। গতকাল টসে জিতে বার্ডস স্পোর্টিং ক্লাব প্রথমে ব্যাট করতে নামে। ৩ বল বাকি থাকতেই তাদের অল আউট হয়ে যেতে হয়। তারা সর্বমোট সংগ্রহ করে ১৭৫ রান। এর মধ্যে নিহাল ফাহিম ১০৪ বল খেলে ৭টি চারের সাহায্যে সর্বোচ্চ ৫৬ রান করেন। অন্যদের মধ্যে ওপেনার হুমায়ুন কবির চৌধুরী ৩৫ রান করেন। এছাড়া ১৫ রান করে সংগ্রহ করেন নাজমুল হুদা রাকিব এবং তৌহিদুর রহমান। মো. শাহওনেয়াজ ১৪,আবদুল কাদের দিগন্ত ১০ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১৫ রান। কোয়ালিটির পক্ষে ইমরান বিন সিরাজ একাই ৫ উইকেট দখল করে ৩৬ রান খরচায়। ২টি উইকেট লাভ করেন জুনাইদ বিন মোস্তফা। ১টি করে উইকেট পান সুমন মিয়া, আল আমিন সিদ্দিক এবং জাহেদ আলম। কোয়ালিটি জবাব দিতে নেমে ৩০.২ ওভার খেলেই ৪ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সাদমান রহমান ৩৯ বলে অপরাজিত ৫১ রান করেন ১টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে। অন্যদের মধ্যে দুই ওপেনার যথাক্রমে নাজমুল কবির ৪০ এবং মো.ইমানউল্লাহ ৩৬ রান করেন। ১০ রান করে যোগ করেন ফারহান বিল্লাহ সাজিদ এবং আল আমিন সিদ্দিক। ১৫ রানে অপরাজিত থাকেন আবদুল্লাহ আল মামুন। অতিরিক্ত থেকে আসে ১৪ রান। বার্ডস স্পোর্টিংয়ের পক্ষে ২টি করে উইকেট নেন নাজমুল হুদা রাকিব এবং ওবায়দুর রহমান। আজকের খেলা: ফিরিঙ্গীবাজার লাকী স্টার ক্লাব বনাম শতাব্দী গোষ্ঠী।