বিয়ের তিন বছরের মাথায় সংসার ভেঙে দিলেন আমেরিকার সংগীত তারকা আরিয়ানা গ্রান্ডে ও ডালটন গোমেজ। বিবিসি জানিয়েছে, অমীমাংসিত মতপার্থক্যকে কারণ দেখিয়ে গ্রান্ডে বিবাহবিচ্ছেদ আবেদন করেন ছয় মাস আগে। এরপর চলে আইনি প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সুপিরিয়র কোর্টের দেওয়া সিদ্ধান্তে মঙ্গলবার এই সংগীত শিল্পী এবং রিয়েল স্টেট এজেন্টের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। খবর বিডিনিউজের।
চুক্তি অনুযায়ী গোমেজকে এক দশমিক ২৫ মিলিয়ন ডলার দেবেন গ্রান্ডে। এককালীন অর্থ ছাড়াও লস অঞ্জেলেসে সাবেক এই দম্পতির বাড়ি বিক্রির অর্ধেক টাকাও পাবেন গোমেজ। এছাড়া গোমেজের আইনজীবীদের ফি ২৫ হাজার ডলার গ্রান্ডে পরিশোধ করবেন। গোমেজের কাছ থেকে তিনি কোনো খোরপোশ পাবেন না।
গ্রান্ডে এবং গোমেজের সন্তান না থাকায় এবং দুজনের মধ্যে কোনো আইনি বিরোধ না থাকায় বিচ্ছেদ পেতে কোনো সমস্যা হয়নি। ২০২০ সালে ‘স্ট্যাক উইথ ইউ’ গান প্রকাশের পর গোমেজের সঙ্গে প্রেমের বিষয়টি প্রকাশ্যে আনেন গ্রান্ডে। জাস্টিন বিবারের সঙ্গে তিনি ওই গান করেছিলেন। পরে গোমেজকে দেখা যায় ওই গানের মিউজিক ভিডিওতে।
৩০ বছর বয়সী গ্রান্ডে তার দুই বছরের ছোট গোমেজের সঙ্গে আংটি বদলের কাজটি সারেন ওই বছরই। তাদের বিয়ে হয় ২০২১ সালে। খুব ছোট পরিসরে ২০ জনেরও কম অতিথির উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল। গত এক বছর ধরে এই জুটি আলাদা থাকছিলেন।
এই মার্চে দুই বারের গ্র্যামী অ্যাওয়ার্ড জয়ী গ্রান্ডের সপ্তম স্টুডিও অ্যালবাম ‘ইটারনাল সানশাইন’ প্রকাশ হয়েছে। আগামীতে সিনেমাতেও দেখা যাবে এই গায়িকাকে।