মুক্তিযোদ্ধা সংসদের টানা পঞ্চম জয়

জমে উঠেছে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১১ পূর্বাহ্ণ

দারুন জমে উঠেছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। বিশেষ করে চারটি দল ছুটছে সমানতালে। চ্যাম্পিয়ন আবাহনী, রানার আপ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এবং ব্রাদার্স ইউনিয়ন ছুটছে সমানতালে পাল্লা দিয়ে। এরই মধ্যে টানা পাঁচ জয় তুলে নিয়েছে আবাহনী, বন্দর এবং মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গতকাল নিজেদের পঞ্চম ম্যাচে পাইরেটস অব চিটাগাংকে ৩৪ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মুক্তিযোদ্ধা টানা পাঁচ ম্যাচে জয় তুলে নিলেও টানা তিন ম্যাচে হেরেছে পাইরেটস। ফলে শিরোপা লড়াই থেকে একরকম ছিটকে গেল দলটি। মুক্তিযোদ্ধা টানা পঞ্চম জয় তুলে নিয়েও রান রেটের হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। যথারীতি এক নম্বর পজিশনটা আবাহনীর দখলে। গতকালের ম্যাচে মুক্তিযোদ্ধার ব্যাটাররা ভাল করতে না পারলেও বোলাররা দুর্দান্ত বল করেছে। ফলে স্বল্প পুঁজি নিয়েও দারুণ এক জয় তুলে নিয়েছে মুক্তিযোদ্ধা।

সকালে টসে হেরে ব্যাট করতে নামা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র শুরুটা মন্দ করেনি। দুই ওপেনার ইফতি এবং আল আমিন ৩৩ রান যোগ করেন ২২ বলে ২৫ রান করা ইফতি ফিরলে ভাঙ্গে এজুটি। দ্বিতীয় উইকেটে আল আমিন এবং মাসুদ মেহেদী মিলে যোগ করেন আরো ৩৮ রান। ১৬ রান করে ফিরেন মেহেদী। ৭১ থেকে ৭২ রানে যেতে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুক্তিযোদ্ধা সংসদ। ৭২ রানে ৫ উইকেট হারিয়ে তখন খাদের কিনারায় মুক্তিযোদ্ধা। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন মোহাইমিনুল এবং ইনজামাম। ষষ্ঠ উইকেটে এদুজন যোগ করেন ৬৭ রান। এজুটি ভাঙ্গার পর আর দাড়াতে পারেনি মুক্তিযোদ্ধার বাকি ব্যাটাররা। ফলে ২ বল বাকি থাকতে ১৭৩ রানে অল আউট হয় মুক্তিযোদ্ধা সংসদ। ৪০ রান করা মোহাইমিনুল দলের সর্বোচ্চ স্কোরার। বাকিদের মধ্যে আল আমিন ২৮, ইনজামাম ২৬ এবং মোরসালিন করেন ২১ রান। পাইরেটস অব চিটাগাং এর পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন সাজিদ আবদুল্লাহ এবং শাহাদাত হোসেন। ২টি উইকেট নিয়েছেন তাহমিদ।

আগের টানা দুই ম্যাচে হেরে বসা পাইরেটসের সামনে এই ম্যাচে জয়ের বিকল্প কিছু ছিলনা। ম্যাচ জেতার পরিস্থিতিও তৈরি করে দিয়েছিল দলটির বোলাররা। বাকি ছিল কেবল ব্যাটারদের দায়িত্বটা পালন করা। কিন্তু পাইরেটসের ব্যাটারদের সে কাজটা করতে দেননি মুক্তিযোদ্ধার বোলাররা। বোলারদের গড়ে দেওয়া স্বল্প পুঁজিটাকে কঠিন করে তুলল পাইরেটসের ব্যাটাররা। দুই ওপেনার বিচ্ছিন্ন হয় মাত্র ২৫ রানে। এরপর দ্রুত উইকেট হারাতে থাকলে ৫৬ রানে ৫ উইকেটে পরিনত হয় পাইরেটস। ম্যাচের অর্ধেকটা তখন হাতছাড়া হয়ে গেছে পাইরেটসের। ষষ্ঠ উইকেটে রুবেল এবং ওমর হাসান ৫৯ রান যোগ করলেও এজুটি ভাঙ্গার পর আর দাড়াতে পারেনি পাইরেটসের পরের ব্যাটাররা। ফলে ৪৫.৪ ওভারে ১৩৯ রানে অল আউট হয় পাইরেটস অব চিটাগাং। ৪০ রান করা ওমর হাসান দলের পক্ষে সর্বোচ্চ স্কোরার। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছে ১৫ রান করা সাদ্দাম, ২৫ রান করা তাওসিফ, ২৭ রান করা রুবেল এবং ১২ রান করা তাহমিদ। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের পক্ষে ৩টি করে উইকেট নিয়েছেন রতন দাশ এবং মোরসালিন মুরাদ। ২টি করে উইকেট নিয়েছেন জাওয়াদ মোহাম্মদ এবং মোহাইমিনুল ইসলাম।

আজকের খেলা ঃ ব্রাদার্স ইউনিয়ন এবং রাইজিং স্টার ক্লাব।

পূর্ববর্তী নিবন্ধসম্ভাবনাময় ক্রিকেটার অন্বেষণে চট্টগ্রাম জেলা পর্বের বাছাই কার্যক্রম শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৬.৮৩ কোটি টাকা