কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়া এলাকায় লবণ চাষের জমিতে অদ্ভুত এক ধরনের গ্যাসের সন্ধান পাওয়া গেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে বর্নিত এলাকায় এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
জানা যায়, মাহমুদ করিমের ছেলে আবদুল মান্নান তার লবণ চাষের জমির পাশে পানি বুদ বুদের দৃশ্য দেখতে পায়। কৌতুহলি হয়ে তিনি ঐ স্থানে হালকা মাঠি খুঁড়লে গ্যাসের গন্ধ অনুভব করায় সেখানে আগুন লাগালে মুহূর্তেই ধাও ধাও করে আগুন জ্বলে উঠে। এতে ধারণা করা হচ্ছে ঐ স্থানে গ্যাস রয়েছে।
মুহুর্তেই এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এ দৃশ্য দেখতে উৎসুক জনতা ঘটনা স্থলে ভীড় জমায়।
এ বিষয়ে রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বলেন, বিষয়টি শুনছি। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।