চট্টগ্রাম নগরীতে জানালার রড কেটে স্বর্ণালংকার, নগদ টাকা ও শাড়ি কাপড় চুরি করার ঘটনায় মোঃ বাবলু প্রকাশ বাবলু (৩০) নামে চক্রের ১ সদস্যকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) চট্টগ্রাম জেলার পটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় চুরি হওয়া ৪ ভরি ওজনের গলানো স্বর্ণের টুকরা ও ২ ভরি ৬ আনা ওজনের স্বর্ণালংকার।
থানা সূত্রে জানা যায়, ৮ ফেব্রয়ারি দুপুর ২টা থেকে ৯ মার্চ সন্ধ্যা অনুমান ৬টার মধ্যে যেকোন সময় কোতোয়ালী থানাধীন জলিলগঞ্জস্থ কর্ণফুলী রিভার ভিউ আবাসিক এলাকার খোকন বাবুর বিল্ডিংয়ের ৭ম তলার বাসার জানালার রড কেটে অজ্ঞাতনামা চোর বা চোরেরা বাসার ভিতরে থাকা আলমারি ভেঙে ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১ লাখ ৩৭ হাজার টাকাসহ ১,৫০,০০০/-টাকার শাড়ী ও বিভিন্ন কাপড় চুরি করে নিয়ে যায়।
পরে উক্ত ঘটনায় জনৈক মাদল কান্তি মল্লিক অজ্ঞাতনামা চোর বা চোরদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে মামলার তদন্তভার এসআই বাবলু কুমার পাল এর উপর অর্পন করা হয়।
মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তভার গ্রহণ করে গুপ্তচর নিয়োগ করে। গুপ্তচরের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ নূরুল বাশারের নেতৃত্বে মামলার ঘটনার সাথে জড়িত আসামি মোঃ বাবলু প্রকাশ বাবলু (৩০) কে চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন জিরি ফকিরা মসজিদ বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি ওবায়দুল হক বলেন, আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীর চোরাই যাওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা এবং মামলার তদন্ত অব্যাহত আছে। আসামির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় চুরির অপরাধে ৫টি মামলা আছে।