মাতারবাড়িতে অবৈধ বালি উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৮:১০ অপরাহ্ণ

মাতারবাড়িতে ড্রেজিং বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে আব্দুস শুক্কুর (৪০) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মধ্যম রাজঘাট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন এ আদেশ দেন।

স্থানীয়রা জানায়, মাতারবাড়ির আব্দুস শুক্কুরসহ তার একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে মাতারবাড়িতে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করলে উল্টো স্থানীয়দের হুমকি দেয়া হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাছবীর হোসেন দৈনিক আজাদীকে বলেন, মাতারবাড়ির মধ্যম রাজঘাট এলাকায় একটি চক্র অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলো। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মহেশখালী উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ফেসবুকে মহানবীকে (সা:) নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার
পরবর্তী নিবন্ধসৌদি আরবে বাইক দু’র্ঘটনায় কক্সবাজারের দুই যুবকের মৃ’ত্যু