নাফ নদীর ওপারে ফের বিস্ফোরণ, গুলির শব্দ

মিয়ানমারে সংঘাত

| মঙ্গলবার , ১৯ মার্চ, ২০২৪ at ৪:৩০ পূর্বাহ্ণ

মিয়ানমার সীমান্তের ওপারের পরিস্থিতি গত কয়েক দিন শান্ত থাকলেও গতকাল সোমবার ভোররাত থেকে ফের মর্টারশেল ও গোলাগুলির শব্দ ভেসে আসছে নাফ নদীর এপারে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ সীমান্তের গ্রামবাসীদের মধ্যে। খবর বিডিনিউজের।

টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জেটির টোল আদায়কারী মোহাম্মদ ছিদ্দিক বলেন, ভোররাত থেকে সকাল ১০টা পর্যন্ত সীমান্তের ওপারে থেমে থেমে বিস্ফোরণ ও গোলাগুলি চলে। সেহেরির সময় মিয়ানমারের দিকে গোলাগুলি শুরু হয়। সকালে ভারী মর্টার শেলের শব্দ আসে। এখানকার জেলেসহ অন্যরা আতঙ্কের মধ্যে আছে। শাহপরীর দ্বীপের জালিয়া পাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গনি

বলেন, ‘চারপাঁচ দিন ধরে তেমন গোলাগুলির ছিল না। কিন্তু গত রাত সাড়ে ৯টার দিকে একবার বিকট শব্দ পাই।’

বিজিবির টেকনাফের ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, মিয়ানমারের রাখাইন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সদস্যদের তৎপর রাখা হয়েছে।

মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির জান্তা বাহিনীর লড়াই চলছে গত কয়েক মাস ধরে। বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা ও সেনাপোস্ট দখল করে ইতোমধ্যে সাফল্য দেখিয়েছে বিদ্রোহীরা।

পূর্ববর্তী নিবন্ধসাড়ে ৬শ কোটি টাকা উদ্ধারে নতুন অ্যাকশন প্ল্যান
পরবর্তী নিবন্ধড. ইউনূসকে দোষী সাব্যস্তকরণ কার্যকর থাকবে : হাই কোর্ট