বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম স্মরণে আহরণের আয়োজন

| সোমবার , ১৮ মার্চ, ২০২৪ at ৫:৩৩ পূর্বাহ্ণ

আহরণের সাবেক প্রধান পৃষ্ঠপোষক, বিশ্বনন্দিত বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামের জন্মবার্ষিকী (২৪ ফেব্রুয়ারি) থেকে মৃত্যুবার্ষিকী (১৬ মার্চ) পর্যন্ত আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় অনলাইনে ২২ দিনব্যাপী নানা আয়োজন করা হয়। বিজ্ঞানীর জীবনবৃত্তান্ত নিয়ে মাধ্যমিক স্তরে ‘বাঙালি বিশ্ববরেণ্য বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম’ এবং কলেজবিশ্ববিদ্যালয় স্তরে ‘কৃষ্ণবিবর’ অথবা ‘মহাবিশ্বের অন্তিম পরিণতি’ শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

১৬ মার্চ রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ এবং গণি বেকারি মোড়ে নির্বানা আবাসিক এলাকায় আহরণ আমাদের স্বপ্নরাজ্যে এক স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সাবেক ডিন প্রফেসর রণজিৎ কুমার দে। প্রধান অতিথি ছিলেন চুয়েটের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক মশহুদউজজামান ও সীতাকুণ্ডের মছজিদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম।

প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের প্রতিযোগী আকীদ ইকবাল হক, ইয়ামিন তাওহীদা রামিসা ও আবরার ফাইয়াজ জামাল নজরুলের জীবনী নিয়ে বক্তব্য উপস্থাপন করে। কলেজবিশ্ববিদ্যালয় স্তরের একমাত্র প্রতিযোগী মো. সালাউদ্দিন সৌরভ ‘কৃষ্ণবিবর’ নিয়ে আলোচনা করে।

বক্তারা জামাল নজরুল স্যারের নিরহংকার, নির্লোভ ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত সবাইকে অনুসরণের তাগিদ দেন। আহরণ ভাবধারা ও স্লোগান পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজুনিয়র চেম্বার কক্সবাজারের চেইন হ্যান্ডওভার প্রোগ্রাম ও সাধারণ সভা
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল