নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য ডেলটার বোমাদি অঞ্চলে জাতিগত দ্বন্দ্ব মোকাবিলা করতে গিয়ে ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ। আল জাজিরা জানিয়েছে, নাইজেরিয়ার সেনাবাহিনীর মুখপাত্র শনিবার এক বিবৃতিতে এতথ্য জানান। খবর বাংলানিউজের।
সেখানে তিনি বলেন, বৃহস্পতিবার যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছিলেন একজন কমান্ডিং অফিসার, দুজন মেজর, একজন ক্যাপ্টেন ও ১২ সৈনিক। তারা বোমাদির ওকুমা সমপ্রদায়ের মধ্যে চলা সংঘাত মোকাবিলা করতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাদের ওপর হামলা হয়। ব্রিগেডিয়ার জেনারেল টুকুর গুসাউ বলেছেন, হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে নির্দেশ দেওয়া হয়েছিল।
নির্দেশনা মোতাবেক কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। ডেলটা রাজ্যে সমপ্রদায়গত সংঘাতের ঘটনা সাধারণ। জমি ও তেল কোম্পানিগুলোর কাছ থেকে পাওয়া ক্ষতিপূরণের অর্থ নিয়ে সেখানে হর হামেশাই সংঘাত হয়, যা প্রাণঘাতী রূপ নেয়।