পুরুষ ও সৈনিক দিবস (মঙ্গোলিয়া)
১৫৮৪ রাশিয়ার জার ইভান দা টেরিবল–এর মৃত্যু।
১৮০০ শ্রীরামপুর মিশনে বাংলা ভাষায় প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
১৮৪২ ফরাসি কবি স্তেফান মালার্মের জন্ম।
১৮৪৮ আস্টেলীয় শাসনের বিরুদ্ধে মিলানে পাঁচ দিন ব্যাপী বিপ্লব শুরু হয়।
১৮৫৮ ডিজেল ইঞ্জিনের জার্মান উদ্ভাবক রুডল্ফ্ ডিজেল–এর জন্ম।
১৮৫৯ বাংলার প্রথম গভর্নর লর্ড কারমাইকেলের জন্ম।
১৮৬৯ ব্রিটিশ রাষ্ট্রনায়ক আর্থার চেম্বার্লিনের জন্ম।
১৮৭১ ফ্রান্সে শ্রমজীবী মানুুষের বিপ্লবের মধ্য দিয়ে প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ ইতালীয় সংগীতস্রষ্টা জান ফান্সিসকো মালিপিয়েরো–র জন্ম।
১৮৯৩ কবি উইলফ্রেড ওয়েনের জন্ম।
১৯১০ শিশু সাহিত্যিক বিমল ঘোষ (মৌমাছি)-এর জন্ম।
১৯১২ কথাসাহিত্যিক বিমল মিত্রের জন্ম।
১৯১৩ ফরাসি চলচ্চিত্র পরিচালক রেনে ক্লিমে–র জন্ম।
১৯২৬ রসসাহিত্যিক ও ব্যঙ্গচিত্রী হিমানীশ গোস্বামীর মৃত্যু।
১৯৩০ প্লুটো গ্রহ প্রথম আবিষ্কৃত হয়।
১৯৩২ মার্কিন ঔপন্যাসিক জন আপডাউক–এর জন্ম।
১৯৪৪ সুভাষ বসুর নেতৃত্বে আজাদ হিন্দু ফৌজ বার্মা সীমান্ত পেরিয়ে ভারতের মণিপুরে প্রবেশ করে।
১৯৬৫ সোভিয়েত নভোচারী আলেক্সি লিওনভ মহাশূন্যে মানুষের পদচারণার প্রথম ইতিহাস সৃষ্টি করেন।
১৯৭০ রুশ কীটতত্ত্ববিদ বোরিস উভারভ–এর মৃত্যু।
১৯৭৪ কবি, কথাসাহিত্যিক, সমালোচক ও সম্পাদক বুদ্ধদেব বসুর মৃত্যু।
১৯৭৯ সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের মৃত্যু।
১৯৯৬ গ্রিসের নোবেলজয়ী কবি ওডিসিউস এলিটিস–এর মৃত্যু।
২০২০ করোনা ভাইরাসে বাংলাদেশে প্রথম রোগীর মৃত্যু হয়।