চবির চার ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

চবি প্রতিনিধি | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২৩২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে চবির ভর্তিযুদ্ধ সম্পন্ন হয়েছে। এর আগে এ, বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া বি১ ও ডি১ উপইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে এ, বি ও সি ইউনিটের ফলাফল প্রকাশ হয়েছে।

গতকাল সকালে উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং উপউপাচার্যদ্বয় চবি কেন্দ্রে ভর্তি পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন। এ সময় ডিইউনিট ভর্তি কমিটির কোঅর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, জয়েন্ট কোঅর্ডিনেটর ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক, জয়েন্ট কোঅর্ডিনেটর ও জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. তৌহিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো চবির ভর্তি পরীক্ষাসমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চট্টগ্রামস্থ ৫টি কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ঢাকা শহরস্থ ৫টি স্বনামধন্য কলেজ কেন্দ্র এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে অনুষ্ঠিত হয়েছে। ডিইউনিটভুক্ত বিভিন্ন অনুষদের ভর্তি পরীক্ষা সুসম্পন্ন হওয়ার মাধ্যমে ভর্তি পরীক্ষার মূল অংশ তথা তত্ত্বীয় অংশ সম্পন্ন হয়েছে। চবি ভর্তি পরীক্ষার ফলাফলসমূহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ধফসরংংরড়হ.পঁ.ধপ.নফ) পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় গ্যারেজে পার্কিং করা দুটি গাড়ি পুড়ে অঙ্গার