সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না হলে ইনসুলিনের কার্যকারিতা হ্রাস পায় : ডা. ফারহানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৭ মার্চ, ২০২৪ at ৪:৩৫ পূর্বাহ্ণ

মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ব্যবহারের ফলে ব্লাড সুগারের মাত্রা কমে না, বরং যতই ডোজ বাড়ানো হোক, এতে রোগীর ডায়াবেটিস বাড়তেই থাকে। এ কথা বলেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ডায়াবেটিস ও হরমোন রোগ বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফারহানা আকতার। তিনি বলেন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ না করলেও ইনসুলিনের কার্যকারিতা হ্রাস পায়। যত বেশি তাপমাত্রায় থাকবে, তত বেশি এর কার্যকারিতা কমবে।

গতরাতে দৈনিক আজাদীর সাথে আলাপকালে তিনি আরো বলেন, বিশেষ করে টাইপ ওয়ান ডায়াবেটিস রোগী এবং যারা পুরোপুরিভাবেই ইনসুলিনের উপর নির্ভরশীল, মেয়াদোত্তীর্ণ ইনসুলিন ব্যবহারে তাদের ক্ষেত্রে মারাত্মক জরুরি অবস্থার সৃষ্টি হতে পারে। এর লক্ষণ গুলোর মধ্যে রয়েছেঅতিমাত্রায় দুর্বল হয়ে পড়া, ঘন ঘন পিপাসা ও প্রস্রাব হওয়া, চোখে ঝাপসা দেখা, বমি বা বমি ভাব, মাথা ঘুরানো। এছাড়া শ্বাসকষ্টও দেখা দিতে পারে। যাকে বলা হয়, ডায়াবেটিস কিটো এসিডোসিস। একে ডায়াবেটিসের জরুরি অবস্থা বলা হয়, এ রোগে ঝুঁকি বেশি থাকে। এছাড়া আক্রান্ত কাউকে যদি মেয়াদোত্তীর্ণ ইনসুলিন দেয়া হয়, তবে সুগার অতিমাত্রায় বেড়ে গিয়ে রোগীর অবস্থার অবনতি হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধগভীর রাতে ঘোষিত কমিটি বাতিল না হলে কঠোর কর্মসূচি
পরবর্তী নিবন্ধমধ্যরাতে বাদিনীকে থানায় এনে সমঝোতা কাগজে স্বাক্ষর