হাটহাজারীতে গতকাল শুক্রবার বিশ্ব ভোক্তা অধিকার দিবস মহাসমারোহে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। এবারের ভোক্তা অধিকার দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি’। ভোক্তা অধিকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনওর প্রতিনিধি উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার। সভায় বক্তারা বলেন, প্রত্যেক মানুষই কোন না কোন ভাবে ভোক্তা। আর অসচেতনতার কারণে ভোক্তারা প্রতিনিয়ত ঠকছে। কৃষক মাঠে ফসল উৎপাদন করে। সেখানে যদি মাত্রাতিরিক্ত সার ও কীট নাশক ব্যবহার করে তাহলে ভোক্তাদের ঠকানো হয়। কারণ এতে মানুষের স্বাস্থ্যহানি ঘটে। নিয়ম বহির্ভূত যে কোন কাজ যে বা যারা করুক না কেন এতে করে ভোক্তারা ঠকে। তাই ভোক্তাদের অধিকার সংরক্ষণে প্রত্যেক মানুষকে সচেতন হতে হবে। প্রশাসন একার পক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ করা সম্ভব নয়। নিজ নিজ অবস্থান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য কাজ করতে হবে। সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, গোলাম হোসেন ও আবদুর রহিম প্রমুখ।