উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

উখিয়া প্রতিনিধি | শনিবার , ১৬ মার্চ, ২০২৪ at ১২:১০ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও পাঁচটি গুলির খোসাসহ এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে এপিবিএন পুলিশ।

গ্রেপ্তার আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত হলো উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের সি-৩ ব্লকের বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে মোহাম্মদ রহিম (৩০)।

বৃহস্পতিবার (১৪ মার্চ) গভীর রাতে এ অভিযান চালানো হয়। বালুখালী পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) উক্য সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯ নম্বর ক্যাম্পের সি ৩ ব্লকের মোহাম্মদ হোসেনের ছেলে এফডিএমএন সদস্য মোহাম্মদ রহিমের বসতঘরের সামনের রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে তার হেফাজত হতে ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার করতে সক্ষম হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালী ট্রাভেল এজেন্সির মালিক অবৈধ স্বর্ণসহ আটক
পরবর্তী নিবন্ধবিমানবন্দরে সোয়া কেজি ওজনের ৩২ সোনার চুড়ি জব্দ