বিশ্ব কিডনি দিবস উপলক্ষে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কিডনী রোগ বিভাগের উদ্যোগে এক সেমিনার হাসপাতালের লেকচার গ্যালারীতে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মইনুল ইসলাম মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন চমেক হাসপাতালের সাবেক অধ্যক্ষ কিডনী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. ইমরান বিন ইউনুস। এবারের বিশ্ব কিডনী দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো ‘সুস্থ কিডনী সবার জন্য’। সভায় বক্তারা বলেন, কিডনী সুস্থ রাখার জন্য সচেতনতার বিকল্প নেই। সর্বক্ষেত্রে এ ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে। আমাদের পরিবার, সমাজ এবং স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এজন্য আমাদের জীবন যাত্রা বা লাইফ স্টাইল পরিবর্তন করতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ব্যাথানাশক ওষুধ নেয়া যাবেনা। কিডনী রোগের চিকিৎসা খুবই ব্যয় বহুল। একজন কিডনী রোগীকে সপ্তাহে ২–৩ বার ডায়ালাইসিস প্রদান করতে হবে। প্রতিটি ডায়ালাইসিসের জন্য ২–৩ হাজার টাকা খরচ করতে হয়। যা সাধারণ নিম্নবিত্ত মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। একপর্যায়ে চিকিৎসার অভাবে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। সুতরাং কিডনী রোগীদের চিকিৎসা যাতে সহজলভ্য হয় এবং কিডনী রোগীরা সহজে এবং কম খরচে ডায়ালাইসিস সেবা পেতে পারে এ ব্যাপারে সরকারী ও বেসরকারী পর্যায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে কিডনী রোগীদের চিকিৎসা সেবার ব্যাপারে সরকারকে এগিয়ে আসতে হবে। কোনো রোগী যাতে টাকার অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। কারণ এটি তার নাগরিক অধিকার। সভায় অবহিত করা হয় যে, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে কিডনী রোগীদের স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবার ব্যবস্থা রয়েছে। এতে বক্তব্য রাখেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, প্রফেসর ডা. এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, প্রফেসর ডা. আবুল কাসেম। উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহসান উল্লাহ, প্রফেসর ডা. ওয়াজির আহমেদ, প্রফেসর আবদুল কাইয়ুম চৌধুরী, প্রফেসর ডা. মোজাম্মেল হক শরিফি, মোহাম্মদ মোশাররফ হোসাইন, ডা. এ কে এম আশরাফুল করিম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. মারজান মাহবিন। শুরুতে হাসপাতাল ক্যাম্পাস থেকে একটি র্যালি বের করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












