সীতাকুণ্ড আসনের সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডেও অনেক ভূমিহীন ও গৃহহীন পরিবার আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পেয়েছে। এখনো অনেক গৃহহীন পরিবার এই তালিকা থেকে বাদ পড়েছে। আমি সীতাকুণ্ড উপজেলার সকল চেয়ারম্যানকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে একটু সচেতন হতে বলবো। যাতে করে উপজেলাজুড়ে এখনো যারা গৃহহীন রয়েছে তাঁরা যেন আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘর পায়। আপনারা প্রকৃত গৃহহীণ পরিবারের তালিকা তৈরি করুন। আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের মাধ্যমে এসব গৃহহীন পরিবারের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দের ব্যবস্থা করব।
গতকাল দুপুরে সীতাকুণ্ডে ভূমিহীন–গৃহহীন ঘোষণার লক্ষ্যে যৌথ কমিটির সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরী, সহকারী কমিশনার (ভূমি) মো. আলাউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. ইসমাইল, সীতাকুণ্ড প্রেস ক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলম সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরুচ্ছোপা, সমবায় কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ভূঁইয়া, মো. শাহ আলম, লুৎফুন্নেছা বেগম, মো. আলমগীর, তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন, রেজাউল করিম বাহার, ছাদাকাত উল্লাহ মিয়াজী, মোরশেদ হোসেন চৌধুরী, নাজিম উদ্দিন, সালাউদ্দিন আজিজসহ প্রমুখ।












