কাপ্তাইয়ে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৪ মার্চ, ২০২৪ at ৯:৫৭ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলায় উৎসব মুখর পরিবেশে মাদকবিরোধী সংগঠনের উদ্যোগে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এই টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। কাপ্তাই আনন্দমেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মান্নান কিংস ৬১ গোলে ভাইবোন ছড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। মাদকবিরোধী সংগঠনের সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অটল ছাপ্পান্ন কাপ্তাই জোনের অধিনায়ক লেঃ কর্নেল নূর উল্যাহ জুয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী শামসুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আকতার আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ কাজী আসাদ। ধারাভাষ্যে ছিলেন মো. একরামুল হক। বিজয়ী দল মান্নান কিংসকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদানের পাশাপাশি ১০ হাজার টাকা এবং রানার আপ ভাইবোন ছড়া একাদশকে ৭ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়। প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন এবং কাপ্তাই আনন্দ মেলা মাঠে ফুটবল খেলার সুবিধার্থে ২টি গোলবার নির্মাণ করে দেবার ঘোষণা দেন।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর পুকুরিয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধমুজাফরাবাদ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা